লুসাইল স্টেডিয়ামে অন্য এক ব্রাজিল দেখার প্রত্যাশা ছিলো সবার। কিন্তু গ্রুপ পর্ব শেষ ম্যাচে এসে সবাইকে হতাশ করলো ব্রাজিল। নেইমার ভিনি রিচার্লিসন ছারা যে গোল করা কঠিন বিষয় তা প্রমান হয়ে গেলো। 


অথচ তিতে অস্থা রেখেছিলো বেঞ্চে থাকা খেলোয়াড়দের উপর। নেইমার-ভিনিসিয়ুসদের ছাড়াই বেঞ্চে বসে থাকা খেলোয়াড়রা দলকে টেনে নিয়ে যাবেন সামনের দিকে– এমনটি বিশ্বাস ছিল তার। ম্যাচে সুযোগও এসেছে অনেক। কিন্তু অ্যান্তনি-রদ্রিগোরা নিজেদের নেইমারদের বিকল্প হিসেবে সেভাবে মেলে ধরতে পারলেন কোথায়?



ক্যামেরুনের জয় সূচক গোলটি করেন আবু বক্কর। জার্সি খুলে সেলিব্রেশন করায় লাল দেখন এই স্টাইকার।