টানা ২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলোজার্মানি। 

কোস্টারিকার সাথে ৪-২ গোলের বড় জয়ের পরও গ্রুপ পর্ব পেরোতে পারলো না মুলারের জার্মানি। 


মুলত ম্যাচের ভাগ্য নিজেদের হাতে ছিলো না। 

কোস্টারিকাকে হারালেও গ্রুপের অন্য ম্যাচে জাপান স্পেনকে হারালে বাদ পড়তে হতো তাদের। আর তেমনটাই হলো। গ্রুপ ‘ই’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠে গেছে জাপান। আর স্পেন উঠেছে রানার্সআপ হয়ে।